BREAKING: বিজেপির ৫ নেতাকে শো-কোজ নোটিশ!

কে কে রয়েছেন সেই তালিকায়?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি কর্ণাটকের পাঁচ দলীয় নেতা - কট্ট সুব্রহ্মণ্য নাইডু, সাংসদ রেণুকাচার্য, বিপি হরিশ, শিবরাম হেব্বার এবং এসটি সোমশেখরকে জনসমক্ষে দলের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক মন্তব্য করার জন্য শো-কোজ নোটিশ জারি করেছে। কেন দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না তা ব্যাখ্যা করার জন্য তাদের ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে। 

BJP