New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের বিধানসভা নির্বাচনের আগে এবার চমক দিল বিজেপি। মঙ্গলবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সদর দফতরে রাজস্থানের দুটি বড় পরিবারের মুখ বিজেপিতে যোগদান করেছে। উদয়পুর রাজপরিবারের বিশ্বরাজ সিং মেওয়ার এবং করনি সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভির ছেলে ভবানী সিং কালভি বিজেপির সদস্যপদ নিয়েছেন। রাজস্থানের এই দুই বিশিষ্ট মুখ দলে যোগ দেওয়ায় বিজেপি এবার রাজস্থানে কংগ্রেসের খেলা ঘুরিয়ে দিতে পারবে বলে মনে করছেন অনেকেই।
#WATCH | Delhi: Vishwaraj Singh Mewar and Bhavani Singh Kalvi join BJP, in the presence of Union Minister Arjun Ram Meghwal and BJP MP Arun Singh pic.twitter.com/f7ABRUErkt
— ANI (@ANI) October 17, 2023
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us