New Update
/anm-bengali/media/media_files/mUzciJkpl6fLaI9MPVha.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পুঞ্চ হামলার পর থেকেই জঙ্গিদের খুঁজছে ভারতীয় সেনা। শুধু তাই নয়, এই ঘটনার তদন্তের জন্য শুক্রবার ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ-র একটি দলও। এছাড়া এই সন্ত্রাসী হামলার কারণে অনেক রাজনৈতিক দলের রাজনীতিবিদ শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার অর্থাৎ আজ জম্মু ও কাশ্মীরের রাজৌরির জওহর নগরে এই সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা 'ভারতীয় সেনা জিন্দাবাদ' স্লোগান দেন, 'শহীদ জওয়ান অমর রাহে' স্লোগানও দেন। একই সঙ্গে সন্ত্রাসীদের পুতুলও পোড়ানো হয়।
#WATCH | Jammu & Kashmir: BJP workers hold protest against Poonch terror attack at Jawahar Nagar, Rajouri. pic.twitter.com/qPS0yRgNXJ
— ANI (@ANI) April 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us