উত্তরপ্রদেশে কেন বিজেপিই জিতবে? জানা গেল আসল কারণ

'আমরা কাউকে ভয় পাই না'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shah-yogi-modi-pti.

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে এদিন বলেন, "প্রত্যেকে, অখিলেশ যাদব, ডিম্পল যাদব, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখকে রাম মন্দিরের 'প্রাণ প্রতিস্থা' অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ কিন্তু তারা তা গ্রহণ করেননি৷ কেন তারা আসেননি? কারণ তারা তাদের ভোটব্যাঙ্ককে ভয় পেয়েছিল। আমরা কাউকে ভয় পাই না। শুধু রামমন্দির নয়, ঔরঙ্গজেব দ্বারা ধ্বংস হওয়া কাশী বিশ্বনাথ করিডোরও পুনর্নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী মোদি। এটাই আধ্যাত্মিক কেন্দ্রীয় সরকার”।

amit shah bjjp.jpg

e

Add 1