সরকারি চুক্তিতে থাকবে ৪% সংখ্যালঘু কোটা ! 'মুসলিম তোষণ' কটাক্ষ বিজেপির

কেন বিজেপি বিরোধিতা করবে এই সিদ্ধান্তের ?

author-image
Debjit Biswas
New Update
BJP

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কর্নাটক সরকারের সরকারি চুক্তিতে ৪% সংখ্যালঘু কোটা অনুমোদনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল বিজেপি। আজ এই বিষয়ে বিজেপি এমএলসি এন রবিকুমার বলেন, "সরকারি চুক্তিতে মুসলিম ও সংখ্যালঘুদের জন্য ৪% সংরক্ষণ দেওয়া অসাংবিধানিক ও গণতন্ত্রবিরোধী। বিজেপি এর বিরোধিতা করবে।''

dk shivkumar.jpg

এছাড়াও তিনি বলেন, ''আমরা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপ-মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের কাছে জানতে চাই, তাহলে বাকিরা কী করবে?"  এরসাথেই তিনি জানান, ''বিজেপি সোমবার উভয় কক্ষেই এই বিষয়টি উপস্থাপন করবে।''