ইতিহাস গড়ল ভারত! ভিসা ছাড়াই এবার ৫৮টি দেশে ঘুরবেন ভারতীয়রা

বিজেপির তরফে টুইট করে বিশেষ সুখবর জানানো হয়েছে। জানা গিয়েছে, ইতিহাস গড়েছে ভারত।

author-image
Probha Rani Das
New Update
narendraa modipm.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির তরফে টুইট করে বিশেষ সুখবর জানানো হয়েছে। জানা গিয়েছে, ইতিহাস গড়েছে ভারত। পাসপোর্ট র‍্যাঙ্ক তালিকায় ভারত উঠে এল ৮২ নম্বরে। 

narendra modi awd1.jpg

এবার ভিসা ছাড়াই ৫৮টি দেশে ঘুরবেন ভারতীয়রা। বার্বেডোজ, কাতার, থাইল্যান্ড কেনিয়া এই দেশ গুলোর মধ্যে অন্যতম। প্রমাণিত, ভারতের বিদেশনীতি এখন সুপার অ্যাকটিভ। 

Adddd