/anm-bengali/media/media_files/2025/08/21/screenshot-2025-08-21-107-pm-2025-08-21-22-53-29.png)
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলার ভিত্তিতে পদ থেকে অপসারণের প্রস্তাব রাখা সংবিধান (১৩০তম সংশোধনী) বিল, ২০২৫ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল ওডিশা প্রদেশ কংগ্রেস।
রাজ্য কংগ্রেস সভাপতি ভক্ত চরণ দাস মঙ্গলবার বলেন, “আজ আমরা কংগ্রেস রাজ্য দফতরে একজন রাজনৈতিক বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই বিল নিয়ে আলোচনা করতে। তিনি স্পষ্ট বলেছেন, এই বিলের কোনও প্রয়োজন নেই। বিজেপি আসলে দেশে একনায়কতন্ত্র চাপিয়ে দিতে চাইছে।”
/anm-bengali/media/post_attachments/7ca2d919-f7e.png)
তিনি আরও অভিযোগ করেন, “শুধুমাত্র সেই বিরোধী নেতারাই রাজনীতিতে টিকে থাকতে পারবেন যাঁরা বিজেপির মতাদর্শে সামিল হবেন। কিন্তু যারা বিজেপির বিরুদ্ধে সরব হবেন, তাদের মুখ্যমন্ত্রী বা অন্য পদে থাকার অধিকার কেড়ে নেওয়া হবে। প্রশ্ন হল, এখনই কেন এমন বিল আনা হল?”
ভক্ত চরণ দাসের দাবি, বিজেপি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করেছে ক্ষমতায় থাকার স্বার্থে। নির্বাচন কমিশনকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তিনি বলেন, “রাহুল গান্ধী আগেই প্রমাণ করেছেন, বিজেপি পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে। এই বিল আসলে সেই বিতর্ক থেকে মানুষের নজর ঘোরানোর কৌশল।”
রাজনৈতিক মহলের মতে, সংশোধনী বিল নিয়ে কংগ্রেসের এই অবস্থান আগামী দিনে কেন্দ্রীয় রাজনীতিতে তীব্র বিতর্ক উস্কে দিতে পারে।
#WATCH | Bhubaneswar: On the Bill for removal of the PM, CMs, and ministers held on serious criminal charges, Odisha Congress President Bhakt Charan Das says, "Today, we invited a political expert to the Congress state office to discuss the Constitution (130th Amendment) Bill,… pic.twitter.com/y4LOEC52Wc
— ANI (@ANI) August 21, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us