দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চায় বিজেপি ! বড় দাবি করলেন স্টালিন

কেন এই কথা বললেন স্টালিন ?

author-image
Debjit Biswas
New Update
MK STALINN1.jpg

নিজস্ব সংবাদদাতা : জাতীয় শিক্ষানীতি ইস্যুতে ফের একবার কেন্দ্রকে আক্রমণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন। তিনি বলেন, ''বিজেপি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছে। কোনও পরিস্থিতিতেই আমরা বিজেপির ফ্যাসিবাদের সামনে মাথানত করবো না, প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত।"

publive-image

এছাড়াও তিনি বলেন, ''প্রধানমন্ত্রী মোদিকে বলতে চাই, আপনি হিন্দি প্রচারের পরিবর্তে ভারতের সার্বিক উন্নয়নের দিকে নজর দিন। সংস্কৃত ভাষার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, অথচ তামিল ভাষাকে উপেক্ষা করা হচ্ছে, যা বহু দেশেই একটি  সরকারি ভাষা হিসেবে স্বীকৃত।"