/anm-bengali/media/media_files/XSLcW9CudiTmmCV1y6ZN.jpg)
নিজস্ব সংবাদদাতা : জাতীয় শিক্ষানীতি ইস্যুতে ফের একবার কেন্দ্রকে আক্রমণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন। তিনি বলেন, ''বিজেপি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছে। কোনও পরিস্থিতিতেই আমরা বিজেপির ফ্যাসিবাদের সামনে মাথানত করবো না, প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত।"
এছাড়াও তিনি বলেন, ''প্রধানমন্ত্রী মোদিকে বলতে চাই, আপনি হিন্দি প্রচারের পরিবর্তে ভারতের সার্বিক উন্নয়নের দিকে নজর দিন। সংস্কৃত ভাষার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, অথচ তামিল ভাষাকে উপেক্ষা করা হচ্ছে, যা বহু দেশেই একটি সরকারি ভাষা হিসেবে স্বীকৃত।"
Tiruvallur | Tamil Nadu CM MK Stalin says, "BJP wants to destroy federal structure. In any circumstance, we will never be submissive to BJP fascism, even if we lose our lives. Let's gather the whole of India against BJP fascism. BJP casteism thoughts neglect social justice for… https://t.co/pzX08cPnScpic.twitter.com/yeDVA0VHJ4
— ANI (@ANI) March 12, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us