/anm-bengali/media/media_files/OjhklzTUPdYixTX6J29e.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃলোকসভা ভোটের আগে মঙ্গলবার রাজ্যগুলোর বড়সড় রদবদল ঘটিয়েছে বিজেপি। জানা গিয়েছে, একাধিক বিজেপি শাসিত রাজ্যের রাজ্য সভাপতিদের মুখ বদল করা হয়েছে। জি কিষাণ রেড্ডিকে তেলেঙ্গানার রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়েছে বিজেপির তরফে। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিকে তেলেঙ্গানা বিজেপির সভাপতি পদে নিয়োগের বিষয়ে নিজের মত ব্যক্ত করলেন দলের সাংসদ অরবিন্দ ধর্মপুরী।
#WATCH | On the appointment of Union Minister G Kishan Reddy as Telangana BJP president, party's MP Arvind Dharmapuri says, "...He being appointed as the Head of Telangana BJP will strengthen the party. He is a highly acceptable leader of this region. Under his leadership, all… pic.twitter.com/tVvOVna2Rw
— ANI (@ANI) July 5, 2023
সাংসদ অরবিন্দ ধর্মপুরী বলেন, "জি কিষাণ রেড্ডিকে তেলেঙ্গানা বিজেপির প্রধান হিসাবে নিযুক্ত করা দলটিকে শক্তিশালী করবে। তিনি এই অঞ্চলের অত্যন্ত গ্রহণযোগ্য নেতা। তাঁর নেতৃত্বে দলের সমস্ত নেতা এক মঞ্চে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং নিশ্চিত করবেন যে বিজেপি এখানে বিআরএসকে পরাজিত করবে এবং তেলেঙ্গানায় সহজেই সরকার গঠন করবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us