আগামী ২ দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করতে চলেছে BJP!

ওড়িশার (Odisha) ঝাড়সুগুড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (Bypoll) জন্য ২ দিনের মধ্যেই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিজেপি (BJP)। বিজেপির ওড়িশা শাখার সভাপতি মনমোহন সামাল নয়া দিল্লি (Delhi) থেকে ফেরার পর সাংবাদিকদের জানিয়েছেন।

author-image
Pritam Santra
New Update
BJP

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার (Odisha) ঝাড়সুগুড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (Bypoll) জন্য ২ দিনের মধ্যেই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিজেপি (BJP)। বিজেপির ওড়িশা শাখার সভাপতি মনমোহন সামাল নয়া দিল্লি (Delhi) থেকে ফেরার পর সাংবাদিকদের বলেন, দলের পার্লামেন্টারি বোর্ড দিল্লিতে বৈঠক করছে এবং ১০ মে উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম এক বা দুই দিনের মধ্যে ঘোষণা করা হবে। বিজেডি প্রয়াত মন্ত্রী নব কিশোর দাসের মেয়ে দীপালী দাসকে উপনির্বাচনে প্রার্থী করলেও বিজেপি ও কংগ্রেস এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি। বিজেপি সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত অনুমোদনের জন্য দলের সংসদীয় বোর্ডের কাছে পাঠিয়েছে বলে খবর।