/anm-bengali/media/media_files/Bn0T9SA5cRpFmmKNaiQs.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার স্বয়ংশিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে মারাঠি ভাষা ও সম্প্রদায় নিয়ে মন্তব্যের বিরুদ্ধে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “আমরা হিন্দি ভাষার বিরোধিতা করি না। কিন্তু এখন মারাঠিদের পাহালগামের সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করা হচ্ছে—এই লোকজনই আসল মারাঠি-হন্তা।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/07/gvpwmopw8aaivwm-2025-07-07-16-21-12.jpeg)
উদ্ধব ঠাকরে আরও বলেন, “যারা মারাঠিদের উপর অন্যায় করছে, বিজেপি তাদের পাশেই দাঁড়াচ্ছে। এরা হিন্দুদেরও রক্ষা করতে পারে না।” তিনি অভিযোগ করেন, “আসল বিজেপি—যে দলের সঙ্গে এক সময় শিব সেনার জোট ছিল—সেই বিজেপিকে হত্যা করা হয়েছে। আজ আমরা আবার এক হয়েছি, আর সেটাই এদের সহ্য হচ্ছে না। তাই এরা আজ বিভাজন ও ঘৃণার রাজনীতি শুরু করেছে।” উদ্ধব ঠাকরের এই মন্তব্য মারাঠি সংস্কৃতি ও পরিচিতির রক্ষায় তাঁর দলের অবস্থানকে আরও জোরদার করল, এবং একই সঙ্গে বর্তমান বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করল।
Mumbai: Siv Sena (UBT) Chief Uddhav Thackeray says, "... We are not against the Hindi language... They are comparing Marathi people to the terrorists of Pahalgam, they are the real Marathi killers... They cannot save Hindus either, they are siding with those who do injustice to… pic.twitter.com/qZ8FsGvnix
— ANI (@ANI) July 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us