তেজস্বী যাদবের চাকরির প্রতিশ্রুতি নিয়ে বিজেপির কটাক্ষ

“ক্ষমতায় থাকার সময় মনে পড়েনি, এখন ভোটের আগে চাকরির আইন মনে পড়েছে,” বললেন সঞ্জয় ময়ূখ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-09 10.01.19 PM

নিজস্ব সংবাদদাতা: বিহারের পাটনায় বিরোধী দলনেতা তেজস্বী যাদবের “প্রতি পরিবারে সরকারি চাকরি নিশ্চিত করার আইন” ঘোষণাকে কটাক্ষ করে বিজেপি নেতা সঞ্জয় ময়ূখ বলেন, “ও কি তখন ঘুমোচ্ছিলেন? মা, বাবা, বোন, নিজে— সবাই তো ক্ষমতায় ছিলেন। তখন কেন মনে পড়েনি এসব? এখন ভোটের আগে মনে পড়েছে!”

তিনি আরও বলেন, “যখন মানুষ ওদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, তখন আবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। ওর বাবা যেমন মিথ্যা বলতেন, ও-ও তাই করছে। শুধু প্রতিশ্রুতির জোরে ভোট জেতা যায় না। বিহারের মানুষ সব দেখছে এবং এবার ওদের মিথ্যার জবাব দেবে।”