বিজেপি রাজ্য সভাপতি রাজীব- সকাল সকাল জানিয়ে দেওয়া হল

কি বললেন রাজীব?

author-image
Aniket
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল কেরালা বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখরের তরফে ওয়াকফ বিল নিয়ে বিরোধীরা ভুল তথ্য এবং অপপ্রচার তৈরি করেছে বলে জানিয়ে দেওয়া হল।

রাজীব চন্দ্রশেখর বলেছেন, "আমার মনে হয় দুর্ভাগ্যবশত কিছু দল (ওয়াকফ সংশোধনী) বিলকে ঘিরে ভুল তথ্য এবং অপপ্রচার তৈরি করেছে, এবং তারা বিলটি আটকানোর চেষ্টা করার জন্য সুপ্রিম কোর্টেও গেছে। মুনাম্বামের মানুষ সহ দেশের সবাই জানে কে তাদের সমস্যা সমাধানের জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছে, কে আইনটি এনেছে এবং কে, গত ৩৫ বছর ধরে, তাদের সমস্যার জন্য কিছুই করেনি।"