পশ্চিমবঙ্গ মানেই এখন ‘বোমা ধামাকা’! কটাক্ষ বিজেপির

পঞ্চায়েত নির্বাচনের আবহে ঝরছে মানুষের রক্ত। দফায় দফায় অশান্ত হয়ে উঠছে রাজ্যের একাধিক জেলা। আর কত প্রাণ ঝরবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এই নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
bjps.jpg


নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের আগের হিংসা প্রসঙ্গে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে নিশানা করলেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla)। তিনি আজ রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘এটিসবচেয়েদুর্ভাগ্যজনকঘটনাযে 'রবীন্দ্র সংগীত'- এরজন্যপরিচিতপশ্চিমবঙ্গেরভূমিকেএখন 'বোমাধামাকা' হিসাবেচিহ্নিতকরাহচ্ছে।পশ্চিমবঙ্গেরআইন-শৃঙ্খলাপরিস্থিতি  খারাপেরদিকেযাচ্ছে।টিএমসিতালিবানিমানসিকতা নিয়ে এগোচ্ছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে এমন একটাও নির্বাচন বাকি নেই যেখানে হিংসা হয়নি।‘ দেখুন ভিডিও...