/anm-bengali/media/media_files/UUpXODAQisfbNoq02ZMi.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: 'মা কালীকে যে ভাষায় অপমান করেছিলেন তার ফল পেলেন বহিস্কৃত হয়ে। এথিক্স কমিটির সামনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন কিন্তু নাটক করে বেরিয়ে এসেছিলেন গোটা দেশ দেখেছে। কংগ্রেস আর সিপিএম যে তৃণমূলের বি-টিম তা আজ রাজ্যের মানুষের কাছে পরিষ্কার', এভাবেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে। আজ সাংসদ পদ খোয়ালেন নেত্রী। তারপরেই এই আক্রমণ। বিজেপি সেই বক্তব্য তাদের X হ্যান্ডেলে শেয়ার করেছে।
প্রসঙ্গত, কালীরূপে সজ্জিত এক তরুণীর মুখে জ্বলন্ত সিগারেট ধরানো একটি ছবি তথ্যচিত্রের পোস্টার হিসেবে ব্যবহার করা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। এই নিয়ে মহুয়া মৈত্র বলেন যে তাঁর কাছে কালী মানে যিনি মাংস ভক্ষণ এবং সুরা গ্রহণ করেন। তাঁর এই মন্তব্যের পর নতুন করে বিতর্ক তৈরি হয়।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
মা কালীকে যে ভাষায় অপমান করেছিলেন তার ফল পেলেন বহিস্কৃত হয়ে। এথিক্স কমিটির সামনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন কিন্তু নাটক করে বেরিয়ে এসেছিলেন গোটা দেশ দেখেছে।
— BJP West Bengal (@BJP4Bengal) December 8, 2023
কংগ্রেস আর সিপিএম যে তৃণমূলের বি-টিম তা আজ রাজ্যের মানুষের কাছে পরিষ্কার।
শ্রী @SuvenduWB, বিরোধী দলনেতা pic.twitter.com/a5gSvSirgh
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us