দুর্গাপুর গণধর্ষণ মন্তব্যে বিজেপির কটাক্ষ, মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ‘দুঃখজনক’ বললেন ওডিশা বিজেপি সভাপতি

“নারীরা যদি বাইরে বেরোতে না পারেন, তবে আইন-শৃঙ্খলা ব্যবস্থা কিসের জন্য?” — প্রশ্ন তুললেন মণ্মোহন সামল।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-14 10.09.11 PM

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ সৌগত রায়-এর দুর্গাপুর গণধর্ষণ মামলার মন্তব্যকে কেন্দ্র করে ওডিশা বিজেপি সভাপতি মণ্মোহন সামল তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি বলেন, “যদি নারীরা বাইরে বেরোতে না পারেন, তবে আইন-শৃঙ্খলা ব্যবস্থা কিসের জন্য? একটি মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য শোনা সত্যিই দুর্ভাগ্যজনক।”

সামলের দাবি, রাজ্যের শাসকদল বরাবরই সংবেদনশীল অপরাধকে ছোট করে দেখাতে চায়, যা প্রশাসনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে।

রাজনৈতিক মহলে এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে।