ষষ্ঠ দফাও প্রায়ই শেষ, বিজেপির আসন সংখ্যা ১৫০-রও নীচে নেমে গেল!

'দেশ পরিবর্তনের দাবি রাখে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
aaaaaa

File Picture

নিজস্ব সংবাদদাতা: হরিয়ানা থেকে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এদিনের ভোট নিয়ে বলেন, “আমি জনসাধারণকে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। দেশ পরিবর্তনের দাবি রাখে। আমি জনগণকে গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য এগিয়ে আসার এবং বিপুল সংখ্যক ভোট দেওয়ার আবেদন জানাই। বিজেপি ১৫০ আসনের চিহ্নও অতিক্রম করছে না। দেশের কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি থেকে মুক্তি, শক্তিশালী অর্থনীতি, ঘৃণার রাজনীতির অবসান প্রয়োজন। ভোটাররা পরিবর্তনের জন্য তাদের মন তৈরি করে নিয়েছে”।

vote 22.jpg

kn

Add 1