ওয়ানাড়ে হেরে গেছেন রাহুল, তাই এবার সুযোগ খুঁজছেন রায়বরেলিতে!

'তিনি আমেঠি থেকে পরাজয় মেনে নিয়েছিলেন'৷

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul gandhi and naremdra modi.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রায়বরেলি থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীই প্রার্থী হচ্ছেন। আজ দিচ্ছেন মনোনয়ন জমা। এই নিয়ে বিজেপি শিবিরে শুরু হয়েছে জোর চর্চা। এদিন এই প্রসঙ্গে, বিজেপির জাতীয় সম্পাদক মনজিন্দর সিং সিরসা বলেন, “রাহুল গান্ধী ওয়ানাড় থেকে হেরে যাচ্ছেন এবং এই কারণেই রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন৷ আগে তিনি আমেঠি থেকে পরাজয় মেনে নিয়েছিলেন, এখন তিনি সেখান থেকে পালিয়ে এলেন৷ ওয়ানাড়ের অবস্থা এমন যে কংগ্রেসের কেউই আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না। যা ছিল কংগ্রেসের ঐতিহ্যবাহী আসন, তা তারা ছেড়ে দিয়েছে অতি সহজে। রাহুল গান্ধীকে রায়বরেলিও ছাড়তে হবে, এবং জনগণ তাকে উপযুক্ত জবাব দেবে। তিনি রায়বরেলিতে পরাজিত হবেন অতি সহজেই”।

rahul gandhi uu1.jpg

manjindar singh.png

Add 1