ব্রেকিং: ২১ জনের নতুন তালিকা প্রকাশ করল বিজেপি

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রয়েছে প্রার্থী তালিকাতে চমক।

author-image
SWETA MITRA
New Update
vote.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বুধবারদিল্লিতেদলেরসভাপতিজেপিনাড্ডারসভাপতিত্বেএকটিবৈঠকঅনুষ্ঠিতহয়। এদিকে এই বৈঠকের একদিন পরেই এবার ছত্তিশগড়ে বিধানসভা ভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বিজেপি (BJP)। জানা গিয়েছে, আসন্ন ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের জন্য ২১ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে বিজেপি।