প্রার্থী তালিকায় বড় চমক বিজেপির, টিকিট পেলেন অনেকেই, জমে উঠবে খেলা

২০০ টি আসনে হবে বিধানসভা ভোট।

author-image
SWETA MITRA
New Update
BJP WHEEP.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আগামী নভেম্বর মাসেই দেশের ৫ রাজ্যে বিধানসভা ভোট হবে। এদিকে আজ সোমবার কোন রাজ্যে কবে ভোট হবে সেই নিয়ে ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এসবের মাঝেই আবারও একবার বড় চমক দিল বিজেপি। জানা গিয়েছে, আজ রাজস্থানেআসন্ননির্বাচনেরজন্য৪১জনপ্রার্থীরতালিকাপ্রকাশকরেছেবিজেপি (BJP)।রাজ্যবর্ধনসিংরাঠোরঝোটওয়ারাথেকে, দিয়াকুমারীবিদ্যাধরনগরথেকে, বাবাবলকনাথতিজারাথেকে, হংসরাজমীনাসাপোত্রাথেকেএবংকিরোদিলালমীনাসোয়াইমাধোপুরথেকেপ্রতিদ্বন্দ্বিতাকরবেন।