New Update
/anm-bengali/media/media_files/FVtHW3P2yMyMqWiEIxl8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামী নভেম্বর মাসেই দেশের ৫ রাজ্যে বিধানসভা ভোট হবে। এদিকে আজ সোমবার কোন রাজ্যে কবে ভোট হবে সেই নিয়ে ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এসবের মাঝেই আবারও একবার বড় চমক দিল বিজেপি। জানা গিয়েছে, আজ রাজস্থানেআসন্ননির্বাচনেরজন্য৪১জনপ্রার্থীরতালিকাপ্রকাশকরেছেবিজেপি (BJP)।রাজ্যবর্ধনসিংরাঠোরঝোটওয়ারাথেকে, দিয়াকুমারীবিদ্যাধরনগরথেকে, বাবাবলকনাথতিজারাথেকে, হংসরাজমীনাসাপোত্রাথেকেএবংকিরোদিলালমীনাসোয়াইমাধোপুরথেকেপ্রতিদ্বন্দ্বিতাকরবেন।
BJP releases a list of 41 candidates for the upcoming election in Rajasthan.
— ANI (@ANI) October 9, 2023
Rajyavardhan Singh Rathore to contest from Jhotwara, Diya Kumari from Vidhyadhar Nagar, Baba Balaknath from Tijara, Hansraj Meena from Sapotra and Kirodi Lal Meena to contest from Sawai Madhopur. pic.twitter.com/S68CstH35Y
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us