/anm-bengali/media/media_files/nnD8GL2Q0aIfsKiy5Ic1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একদিকে যখন আম আদমি পার্টির মহা সমাবেশকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে তখন অন্যদিকে বড় পদক্ষেপ নিল বিজেপি (BJP)। আজ রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে পোস্টার লাগাল বিজেপি। এদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন সংস্কার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। আজ রবিবার ছুটির দিন মহা সমাবেশের ডাক দিয়েছে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (Aam Aadmi Party)। এদিকে আম আদমি পার্টির সমাবেশকে সামনে রেখে রামলীলা ময়দানে পুলিশের কড়া নিরাপত্তা মোতায়েন চোখে পড়ার মতো। আম আদমি পার্টির মুখপাত্র রীনা গুপ্তা বলেন, তারা আশা করছেন এক লাখ মানুষ সমাবেশে যোগ দেবেন এবং অধ্যাদেশ ও তাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য দলটি ব্যাপক প্রচার চালাবে। আজকের এই মহা সমাবেশে থাকবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বহু হেভিওয়েট নেতা। দেখুন ভিডিও...
#WATCH | Delhi: BJP puts up poster against CM Arvind Kejriwal over residence renovation row pic.twitter.com/YkKhNMaF2C
— ANI (@ANI) June 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us