লালবাগে টানেল রোড প্রকল্পের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ

‘সেভ লালবাগ, প্রটেক্ট বেঙ্গালুরু’ স্লোগানে নেতৃত্বে আর অশোক ও তেজস্বী সূর্য।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-02 10.03.26 AM

নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী লালবাগ এলাকায় প্রস্তাবিত টানেল রোড প্রকল্পের বিরুদ্ধে আজ জোরদার বিক্ষোভ দেখালেন বিজেপি নেতারা। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আর অশোক ও সাংসদ তেজস্বী সূর্যসহ বহু বিজেপি নেতা ও কর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

‘সেভ লালবাগ, প্রটেক্ট বেঙ্গালুরু’ স্লোগান তুলে তারা বলেন, শহরের পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় এই প্রকল্প বন্ধ করা জরুরি। বিজেপি নেতাদের অভিযোগ, সরকার এই প্রকল্পের মাধ্যমে সবুজ এলাকা ধ্বংসের পথে এগোচ্ছে, যা বেঙ্গালুরুর পরিবেশের ভারসাম্য নষ্ট করবে।