রাহুল গান্ধীর ভোট কারচুপির অভিযোগে বিজেপি সভাপতি জে.পি. নাড্ডার কড়া আক্রমণ

বিজেপি সভাপতি বলেন— “বিহারে মহাগঠবন্ধন হেরে যাচ্ছে জেনে রাহুল গান্ধী অজুহাত খুঁজছেন, গণতন্ত্রকে বদনাম করার চেষ্টা করছেন”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-05 9.37.36 PM

নিজস্ব সংবাদদাতা: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হরিয়ানার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেন, “রাহুল গান্ধী ইতিমধ্যেই মেনে নিয়েছেন যে বিহারের নির্বাচনে কংগ্রেস সম্পূর্ণভাবে মুছে যাচ্ছে। বিহারে ভোট চলছে, আর রাহুল দিল্লিতে বসে মিথ্যা সংবাদ সম্মেলন করছেন।”

নাড্ডা আরও বলেন, “বিহারে যখন নির্বাচন হচ্ছে, রাহুল গান্ধী তখন হরিয়ানার কথা বলছেন, কারণ তিনি বুঝে গেছেন যে মহাগঠবন্ধন হেরে যাচ্ছে। তাই অজুহাত তৈরির কাজ শুরু করেছেন। আগেও তিনি ইভিএম নিয়ে অভিযোগ তুলেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে ইভিএমের বিরুদ্ধে তাঁর সব দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন তিনি নতুন ভাবে ‘এসআইআর’ প্রসঙ্গ তুলছেন।”

বিজেপি সভাপতি অভিযোগ করেন, “রাহুল গান্ধী অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চান, তাই ভোটের আগে এই ধরনের মিথ্যা দাবি করে দেশকে বিভ্রান্ত করেন। তিনি বিদেশ সফরে গেলে ‘নতুন জ্ঞান’ নিয়ে ফেরেন, তারপর দেশে এসে গণতন্ত্রের ভাবমূর্তি নষ্ট করার গল্প বানান।”

নাড্ডা প্রশ্ন তোলেন, “যদি রাহুল গান্ধী মনে করেন তাঁর অভিযোগ সত্যি, তবে তিনি হলফনামা জমা দেন না কেন? আদালতের দ্বারস্থ হন না কেন?”