জয় কি তবে নিশ্চিত ? সকাল সকাল বিজেপি দপ্তরের সামনে তৈরী হতে লাগলো ছাতুর পরোটা,জিলিপি

উৎসবের মেজাজে বিজেপি।

author-image
Debjit Biswas
New Update
Bjp

নিজস্ব সংবাদদাতা : বিহার বিধানসভা নির্বাচনের ফল গণনার (counting of votes) আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। এই গুরুত্বপূর্ণ দিনের আগে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির (BJP) সদর দপ্তরে এক উৎসবের মেজাজ তৈরি হচ্ছে।

bjp flag

বিপুল জয় এবং সরকার গঠনের প্রত্যাশায় নেতাকর্মীরা ইতিমধ্যেই জয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন। জয় উদযাপন করার জন্য ইতিমধ্যেই তৈরী হতে শুরু করেছে ছাতুর পরোটা,জিলিপি ইত্যাদি।