/anm-bengali/media/media_files/jE93j7bjVyXfPxfWaixe.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির পর এবার মণিপুরে বিজেপির পার্টি অফিসে হামলা। গতকাল, শুক্রবার রাতে মণিপুরে থংজুতে বিজেপির পার্টি অফিসে অনেকে ঢুকে পড়ে ভাঙচুর চালায়। পার্টি অফিসের ভিতরে থাকা সব কিছু ভেঙে, জ্বালিয়ে দেওয়া হয়।
#WATCH | BJP's office in Manipur's Thongju was vandalised by a mob last night pic.twitter.com/JyGQnKMDsh
উত্তর পূর্ব ভারতে বিজেপি শাসিত এই রাজ্যের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ। ক্ষোভের আগুনে এখনও জ্বলছে মণিপুর। প্রায় দেড়মাস ধরে সেখানে বন্ধ ইন্টারনেট পরিষেবা। সরকারি হিসেবে মণিপুরে হিংসার পর শতাধিক মানুষের মৃত্য়ু হয়েছে, নিখোঁজ বহু। বহু বাড়ি, সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে।
উল্লেখ্য, অশান্ত মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ইম্ফলের কোংবায় কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বেশ কিছু দুবৃত্ত। ঘটনার সময় আর কে রঞ্জন সিং বা পরিবারের কেউ তাঁদের ইম্ফলের বাড়িতে ছিলেন না। ফলে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us