জেলে ঢুকছে একের পর এক শাসক দলের নেতা, তীক্ষ্ণ খোঁচা বিজেপির

ফের একবার দুর্নীতি ইস্যুতে খোঁচা দিল বিজেপি।

author-image
SWETA MITRA
New Update
adsxads

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ও তাঁর দল আম আদমি পার্টির (Aam Aadmi Party) বিরুদ্ধে গর্জে উঠল বিজেপি। আজ শুক্রবার বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, " আদালত বলছে, যে ধরনের প্রমাণ এসেছে, তাতে তাদের হেফাজতে রাখা এবং তদন্ত করা প্রয়োজন। মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠার দাবি করে ক্ষমতায় আসা আম আদমি পার্টি মনে হচ্ছে মূল্যহীন দলে পরিণত হয়েছে। দিল্লির জনগণ আজ প্রতারিত বোধ করছে। আম আদমি পার্টির চরিত্র এখন প্রকাশ্যে উঠে এসেছে। প্রথমত, তাদের মন্ত্রী সত্যেন্দ্র জৈন দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছিলেন এবং আদালত থেকে জামিন পাননি। এরপর উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জেলে যান। দুর্নীতির অভিযোগে এখন রিমান্ডে রয়েছেন সংসদীয় দলের নেতা সঞ্জয় সিং। আম আদমি পার্টিতে দুর্নীতি কমন হয়ে উঠছে।“