একের পর এক প্রত্যাখ্যান...শেষে রায়বরেলিতে প্রার্থী রাহুল গাঁধী!

রাহুল গাঁধীকে আক্রমণ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

author-image
Aniruddha Chakraborty
New Update
কম

নিজস্ব সংবাদদাতাঃ রায়বরেলি থেকে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর প্রার্থীপদ নিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, "ডারো মাত কাহাতে কাহাতে রাহুল গান্ধী, আমেঠি সে লড়ো মাত। এটাই কংগ্রেসের নতুন স্লোগান হয়ে উঠেছে। আজ, এই ঘোষণার মাধ্যমে, কংগ্রেস নিশ্চিত করেছে যে প্রথম পরিবারের একজন সদস্যও আমেঠির পকেট বরোতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। গত ৫ বছরে প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী যোগীর নেতৃত্বে স্মৃতি ইরানি যতটা কাজ করেছেন, গত ৫০ বছরে রাহুল গাঁধী তেমন কিছু করতে পারেননি। প্রথমে আমেঠি ওঁদের প্রত্যাখ্যান করেছিল, ওঁরা ওয়ানাডে গিয়েছিল, এখন ওয়ানাড ওঁদের প্রত্যাখ্যান করেছে, তাই ওঁরা রায়বরেলিতে এসেছে।"

্‌ম

Add 1