"গান্ধী-বঢরা পরিবার দেশকে ৭০ বছর দরিদ্র রেখেছে"

কে করলেন এই দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
rahul6

নিজস্ব সংবাদদাতা: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কলম্বিয়ায় সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে বিজেপি জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি করলেন কটাক্ষ। তিনি বলেন, "রাহুল গান্ধী ভারত-বিরোধী। শুধুমাত্র একজন মানুষ যিনি ভারত এবং এর অগ্রগতিকে ঘৃণা করেন, তিনি বিদেশি মাটিতে গিয়ে বলতে পারেন যে ভারত নেতৃত্ব দিতে পারবে না। এই মনোভাবের অধীনে গান্ধী-বঢরা পরিবার দেশকে ৭০ বছর দরিদ্র রেখেছে এবং দেশকে পিছিয়ে রাখতে চেষ্টা করেছে। যখন পুরো গান্ধী-বাদ্রা পরিবার দেখে যে প্রধানমন্ত্রী মোদীর অধীনে ভারত ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হয়েছে এবং চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়েছে, তখন রাহুল গান্ধী ঈর্ষা ও ঘৃণার কারণে ভারতের গণতন্ত্র ও অগ্রগতির উপর হামলা করেন। এটি স্পষ্ট করে যে রাহুল গান্ধীর দূর নিয়ন্ত্রণ বিদেশি শক্তির হাতে রয়েছে... রাহুল গান্ধী বিরোধী ভারতের নেতা হয়ে উঠেছেন"।

BJP's Pradeep Bhandari slams MVA over bitcoin allegation, calls it ...