/anm-bengali/media/media_files/CZvNBUolGPwZPgrSwRAT.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ প্রসঙ্গে বৃহস্পতিবার অর্থাৎ আজ বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গতকাল বিপজ্জনক ও উস্কানিমূলক ভাষণ একটি নির্লজ্জ হুমকি, নির্লজ্জ ভয়ভীতি এবং আমাদের পুরো দেশে অশান্তি উস্কে দেওয়ার প্রকাশ্য উস্কানির চেয়ে কম ছিল না। সুপ্রিম কোর্টের এই বিপজ্জনক ভাষণের বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে বিবেচনায় নেওয়া উচিত, যেখানে তিনি একটি ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন যে বাংলা জ্বললে আসাম, উত্তরপ্রদেশ, বিহার, উত্তর-পূর্ব এবং দিল্লি জ্বলবে। দেশদ্রোহিতা, ঘৃণা ও বিভাজনের এই ভাষা গোটা দেশের শান্তি বিঘ্নিত করতে পারে। 'বাংলা জ্বলছে' বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তাতে গোটা বাংলা জনরোষে জ্বলছে, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যর্থ হয়েছেন। তিনি ন্যায়বিচার প্রদানের ক্ষেত্রে মা, কন্যা ও বোনেদের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।"
#WATCH | On West Bengal CM Mamata Banerjee's speech, BJP National Spokesperson CR Kesavan says, "...The West Bengal CM's dangerous and inflammatory speech yesterday was nothing short of a brazen threat, blatant intimidation and an open provocation to incite unrest in our entire… pic.twitter.com/UbDiFVcEdJ
— ANI (@ANI) August 29, 2024
/anm-bengali/media/media_files/Qb313QUT0bdmOeHiMYgc.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us