'ঘোটালা' মুখ্যমন্ত্রী, ব্যাপক তুলোধনা জেপি নাড্ডার

ফের একবার নতুন করে রাজ্য সরকারকে তুলোধনা করে ছাড়লেন জেপি নাড্ডা।

author-image
SWETA MITRA
New Update
naddss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভোটমুখী রাজ্য ছত্তিশগড়ে গিয়ে হাজির হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ তিনি ছতিশগড়ের রায়পুরে দাঁড়িয়ে নতুন করে কংগ্রেস সরকারকে তুলোধনা করেন নাড্ডা (JP Nadda)। আজ রবিবারবিজেপিরজাতীয়সভাপতিজেপিনাড্ডাবলেছেন, "ভূপেশবাঘেল (Bhupesh Baghel)বলতেনযেতিনিমদনিষিদ্ধকরবেনকিন্তুএতেকেলেঙ্কারিকরেছেন।খনি, বালি, চাকরিতে ব্যাপককেলেঙ্কারিহয়েছে। তিনিএকজন 'ঘোটালা' মুখ্যমন্ত্রী।" দেখুন ভিডিও...