/anm-bengali/media/media_files/ZqMHBLWeFuLcNlN46mKw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ বৃষ্টি ও বন্যাতে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) জনজীবন। এরই মাঝে হিমাচল প্রদেশে এসে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) সহ একাধিক বিজেপি নেতৃত্ব। হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা জয়রাম ঠাকুরের সঙ্গে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য রাজনৈতিক নেতারা পঞ্চবক্তত্র মন্দির সহ মান্ডির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এরপর জেপি নাড্ডা জানান, "এনডিআরএফের ১৩টি দল এবং এসডিআরএফ-এর দলও একাধিক এলাকায় মোতায়েন করা হয়েছে। উদ্ধার কাজে এমআই-১৭ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ত্রাণ ও পুনর্বাসনের জন্য যা যা করা দরকার তা করবে কেন্দ্রীয় সরকার।“
#WATCH | BJP National President JP Nadda says, "13 teams of NDRF and teams of SDRF are also deployed in the area. MI-17 helicopter has been deployed for the rescue work. The Central Government will do whatever is necessary for relief and rehabilitation." pic.twitter.com/R8mlhdmYC9
— ANI (@ANI) July 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us