দুর্ঘটনার কবলে TMC-র বাস, বড় খোঁচা সুকান্তর

ভয়াবহ দুর্ঘটনার কবলে TMC-র বাস, আহত বহু।

author-image
SWETA MITRA
New Update
BUS TMC.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ১০০ দিনের কাজে জড়িত কর্মীদের বোঝাই একটি বাস আজ রবিবার ঝাড়খণ্ডে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। আর এই বাসটি ছিল তৃণমূলের। এদিকে এই বিষয়ে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘কোডারমায়একটিভলভোবাসদুর্ঘটনারকবলেপড়েএবংআমাদেরঅনেকসহনাগরিকআহতহন।তৃণমূলনেতারাযেভাবেবিমানেরবিলাসিতাউপভোগকরছেনএবংএইনিরপরাধমানুষকেজীবনেরঝুঁকিরদ্বারপ্রান্তেঠেলেদিচ্ছেন, তানিন্দনীয়।যেকোনওসহায়তারজন্যদয়াকরেবিনাদ্বিধায়আমারসাথেযোগাযোগকরুন।‘