দিল্লিতে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদীর কটাক্ষ — “কংগ্রেস নিজেই স্বীকার করেছে, নীতীশ কুমারই হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী”

‘কট্টা’ মন্তব্যে বিজেপির পাল্টা আক্রমণ, এনডিএ-র স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার দাবি।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-08 4.55.54 PM

নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনের প্রেক্ষিতে আজ বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী কংগ্রেসের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আজ কংগ্রেস যে বিবৃতি দিয়েছে—যেখানে বলা হয়েছে, নীতীশ কুমার যেন প্রধানমন্ত্রীকে বলে ‘কট্টা’র মাধ্যমে নিজের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীতার ঘোষণা করান—তা থেকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্পষ্ট হয়ে যায়।”

ত্রিবেদী ব্যাখ্যা করেন, “প্রথমত, কংগ্রেস নিজেই মেনে নিয়েছে যে নীতীশ কুমারই আগামী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন এবং বিজেপি-এনডিএ জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। দ্বিতীয়ত, নির্বাচনের আগে ‘SIR’ ইস্যু উত্থাপন করা এবং এখন ‘কট্টা’র মতো মন্তব্য টেনে আনা স্পষ্ট প্রমাণ করে যে মহাগঠবন্ধনের হাতে আর উন্নয়নভিত্তিক কোনো বাস্তব ইস্যু নেই।”

তিনি আরও বলেন, “বিহারের মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। আমরা তাদের বিবেচনা ও বিচারবুদ্ধির ওপর পূর্ণ আস্থা রাখি। তারা এবারের নির্বাচনে স্পষ্ট ও নির্ণায়কভাবে বিজেপি ও এনডিএ-র পক্ষে রায় দেবেন। মহাগঠবন্ধনের বিভ্রান্তিকর প্রচার বিহারের ভোটারদের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলতে পারবে না।”