অত্যন্ত নীচ! মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করল BJP

বিহারের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আলোচনায় চলে এসেছেন গতকাল রাজ্য বিধানসভায় এক মন্তব্যের পর। এবার একের পর এক নেতা-নেত্রীরা আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রীকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
nitishss.jpg

নিজস্ব সংবাদদাতা: বিহারের মুখ্যমন্ত্রী মহিলাদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন তার বিরোধিতায় সরব হয়েছে দেশের বিভিন্ন বিরোধী দলগুলি। এবার মুখ্যমন্ত্রীকে নীচ মানসিকতার বলে দাবি করলেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। বলেন, 'তিনি খুবই বলিষ্ঠ নেতা এবং যে মন্তব্য করেছেন তা লজ্জাজনক অসমর্থনযোগ্য এবং কষ্ট দিচ্ছে। এর থেকে প্রমাণিত হয় মহিলাদের প্রতি তাঁর নীচু মানসিকতা'।

hiring.jpg