অখিলেশ যাদব...পিছিয়ে পড়া মানুষের জন্য কী করেছেন? বিস্ফোরক সাংসদ

অখিলেশ যাদবকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ সন্তোষ গাঙ্গোয়ার।

author-image
Aniruddha Chakraborty
New Update
জকজন

নিজস্ব সংবাদদাতাঃ সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের মন্তব্য প্রসঙ্গে শনিবার অর্থাৎ আজ রাতে বিজেপি সাংসদ সন্তোষ গাঙ্গোয়ার বলেন, "অখিলেশ যাদব পুরনো সব কথা মাথায় রাখেন না। উনি পিছিয়ে পড়া মানুষের জন্য কী করেছেন, সেটা ওঁর বলা উচিত? পিছিয়ে পড়া জাতিকে উৎসাহিত করার কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওঁর (অখিলেশ যাদব) বলা উচিত, স্বাধীনতার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত সচিব পদে কতজন সরকারি আধিকারিক কাজ করেছেন, তাঁরা পিছিয়ে পড়া জাতিভুক্ত।" 

জকজন

ল্কন

Add 1

cityaddnew

স

স