'বরযাত্রী সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী কিন্তু বর কোথায়?' কটাক্ষ BJP সাংসদের

বিহারের পাটনায় বিরোধী দলগুলি বৈঠকে বসবে আজ। মহা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই সরব হয়েছে বিজেপি।

author-image
Anusmita Bhattacharya
New Update
Ravi_Shankar_Prasad

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পাটনায় বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে সব বিরোধী দলগুলি আজ ঐক্যবদ্ধভাবে বৈঠক করবে। অর্থাৎ বিজেপি যাতে কোনওভাবেই জিততে না পারে সেই উদ্দেশ্যে ঘুঁটি সাজাবে। সারা দেশ থেকে বিরোধী নেতারা আজ পাটনায় যেভাবে সম্মিলিত হবেন তাতেই স্পষ্ট এটি এই মুহূর্তে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই উপলক্ষ্যে পাটনার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির সাংসদ রবি শঙ্কর প্রসাদ। '২০২৪ সালের জন্য পাটনায় বরযাত্রী সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বরযাত্রীতে তো বরও থাকে, কিন্তু এই বরযাত্রীতে বর কে?', প্রশ্ন করলেন বিজেপি এই হেভিওয়েট সাংসদ। তাঁর দাবি সবাই নিজেকে প্রধানমন্ত্রীর প্রতিযোগী বলছেন।