/anm-bengali/media/media_files/f1t1OfWUkOjTvYRnRDET.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পাটনায় বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে সব বিরোধী দলগুলি আজ ঐক্যবদ্ধভাবে বৈঠক করবে। অর্থাৎ বিজেপি যাতে কোনওভাবেই জিততে না পারে সেই উদ্দেশ্যে ঘুঁটি সাজাবে। সারা দেশ থেকে বিরোধী নেতারা আজ পাটনায় যেভাবে সম্মিলিত হবেন তাতেই স্পষ্ট এটি এই মুহূর্তে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই উপলক্ষ্যে পাটনার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির সাংসদ রবি শঙ্কর প্রসাদ। '২০২৪ সালের জন্য পাটনায় বরযাত্রী সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বরযাত্রীতে তো বরও থাকে, কিন্তু এই বরযাত্রীতে বর কে?', প্রশ্ন করলেন বিজেপি এই হেভিওয়েট সাংসদ। তাঁর দাবি সবাই নিজেকে প্রধানমন্ত্রীর প্রতিযোগী বলছেন।
#WATCH | "Nitish Kumar 2024 ke liye baaraat saja rahe hai Patna mai, baaraat me to dulha bhi hota hai, pr is baaraat ka dulha kon hai? (Nitish Kumar is decorating the wedding procession for the 2024 elections in Patna, but who is the groom (PM contender). Everyone is calling… pic.twitter.com/4RfIVLsVkF
— ANI (@ANI) June 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us