'চান কি না?' বিতর্কের মাঝে বড় প্রশ্ন বিজেপি সাংসদের

নারী সংরক্ষণ বিল এখন দেশের আলোচ্য বিষয়ের কেন্দ্রে। বিরোধীদের নানা কথার মাঝে এবার বড় প্রশ্ন বিজেপি সাংসদের। দেখুন পুরোটা।

author-image
Pallabi Sanyal
New Update
saasasas

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনে প্রথম বিল হিসেবে পেশ করা হয়েছে নারী সংরক্ষণ বিল।  এ নিয়ে বিরোধীদের নানা অভিযোগ সামনে এসেছে। এত দেরিতে কেন? সামনে লোকসভা নির্বাচন বলেই কি তড়ঘড়ি এই বিল পাশ করাতে চাইছে মোদী সরকার? উঠেছে সেই প্রশ্নও। এবার বিতর্কের মাঝেই বড় প্রশ্ন তুলে দিলেন বিজপি সাংসদ  রবিশঙ্কর প্রসাদ। তার প্রশ্ন, 'আপনি এটা চান কি না?'

বিরোধীদের একহাত নিয়ে রবিশঙ্কর প্রসাদ বলেন,  "তাদের (বিরোধীদের) এটি বোঝা উচিত। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমি আশা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (তিনি) যা করলেন, অন্য সরকারগুলি তা করতে পারেনি। তা করেনি। হয় সাসহ পায়নি। না হয় পাশ করাতে পারেনি। আপনি যখন রিজার্ভেশন দিচ্ছেন, একটি হল নীতি-ভিত্তিক সিদ্ধান্ত যা সংবিধান সংশোধন করার পরে করা হবে। এবং অন্যটি হল এই রিজার্ভেশনটিকে প্রয়োগ করা, এর পদ্ধতিও সংবিধানে দেওয়া আছে।''