রাহুলের সামনেই সোনিয়া গান্ধীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য BJP নেতার

নিশিকান্ত দুবে বিরোধী ঐক্যকে আক্রমণ করে বলেন, 'বিরোধী দলে বসে খুব কম লোকই ভারতের পূর্ণরূপ বলতে পারবে।' নিশিকান্ত দুবে বলেছেন যে সমস্ত বিরোধী দল একে অপরের সাথে লড়াই করছে তবে এখনও কেন্দ্রে জোট গঠন করছে।

author-image
SWETA MITRA
New Update
nishi rahu.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার লোকসভায় দাঁড়িয়ে কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। বহু দিন পর সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন তিনি সংসদে উপস্থিত অবধি রয়েছেন। এদিকে তাঁর সামনেই সোনিয়া গান্ধী ও কংগ্রেসকে নিয়ে বড় মন্তব্য করলেন সাংসদ নিশিকান্ত দুবে। তিনি আজ বলেন, "কংগ্রেসের তরফে এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। কেন এটা আনা হলো? সোনিয়া গান্ধীজি এখানে বসে আছেন। আমার মনে হয় তাঁকে দুটো কাজ করতে হবে। ১) ছেলেকে এখানে সেট করতে হবে, এবং ২) জামাইকে সকলের সঙ্গে দেখা করতে হবে। এটাই হল কংগ্রেসের প্রস্তাব।‘