এই অনুষ্ঠান জনগণের মনোভাবের প্রতিফলন ! 'মন কি বাত' প্রসঙ্গে বড় দাবি করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি

কি বললেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি ?

author-image
Debjit Biswas
New Update
narendra

নিজস্ব সংবাদদাতা : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান প্রসঙ্গে এক বড় দাবি করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তিনি বলেন,''এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি দেশের জনগণের পাঠানো চিঠি পড়েন। এই অনুষ্ঠানের মাধ্যমেই তিনি তাদের অর্জনের কথা দেশের সামনে তুলে ধরেন। এই অনুষ্ঠান আসলে জনগণের মনোভাবেরই একটি প্রতিফলন।''

manoj tiwari