BREAKING : মানুষকে উস্কাচ্ছেন ওয়াইসি ! ওয়াক্ফ ইস্যুতে ওয়াইসিকে কটাক্ষ করলেন জগদম্বিকা পাল

কেন এই কথা বললেন বিজেপি সাংসদ ও ওয়াক্ফ সংসদীয় কমিটির সভাপতি জগদম্বিকা পাল ?

author-image
Debjit Biswas
New Update
Asaduddin Owaisi

নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াক্ফ ইস্যুতে ফের একবার আসাদুদ্দিন ওয়াইসিকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ ও ওয়াক্ফ সংসদীয় কমিটির সভাপতি জগদম্বিকা পাল। তিনি বলেন,''ওয়াইসি একদিকে সংবিধানের কথা বলেন, আবার অন্যদিকে সুপ্রিম কোর্টে ওয়াক্ফ আইনের বিরুদ্ধে মামলাও করেছেন। যদি সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস থাকে, তাহলে অপেক্ষা করুন। কিন্তু আপনি মানুষকে উস্কাচ্ছেন।''

Jagdambika

 এরপর তিনি বলেন,''পহেলগাঁও হামলার পরে গোটা দেশ এখন একজোট, অথচ আপনি এখনও ওয়াক্ফ বিল নিয়ে রাজনীতি করছেন। আর শুধু আপনি কেন ? পুরো বিরোধী শিবিরই তো রাজনীতি করছে।”