নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনায় গর্জে উঠলেন হেভিওয়েট বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। রাজ্য সরকারের কড়া সমালোচনা করে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানালেন তিনি। আজ এই বিষয়ে তিনি বলেন, “যেভাবে পশ্চিমবঙ্গে হিংসা বেড়েই চলেছে, তাতে এটা স্পষ্ট যে এই ঘটনা মমতা ব্যানার্জির সরকারের আশীর্বাদে হচ্ছে। পুলিশ কার্যত নিষ্ক্রিয়। এটা যেন একপ্রকার রাজ্যের পৃষ্টপোষকতায় বেড়ে ওঠা হিংসার মতো।”
/anm-bengali/media/media_files/2025/03/12/aqO8gNf6Gj0SgUnaPz8M.jpg)
তিনি আরও বলেন,“যদি রাজ্য সরকার মানুষের অধিকারকে রক্ষা করতে না পারে, তাহলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত।”