তেলেঙ্গানার উপনির্বাচনে বিপর্যয়ের পরই দিল্লিতে তলব নিজামাবাদের বিজেপি সাংসদ অরবিন্দ ধর্মপুরীকে

কি কারণে এই তলব ?

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : সদ্য সমাপ্ত তেলেঙ্গানার জুবিলি হিলস উপনির্বাচনে দলের শোচনীয় হারের পরই নিজামাবাদের বিজেপি সাংসদ অরবিন্দ ধর্মপুরীকে জরুরি তলব করল কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার সন্ধ্যায় দলের শীর্ষ মহল থেকে তাঁকে দিল্লিতে উপস্থিত হতে বলা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

bjp flag

জানা গেছে, এই আকস্মিক তলবের মূল কারণ হল জুবিলি হিলস উপনির্বাচনে দলের বিপর্যয়। ওই আসনে বিজেপি প্রার্থী জামানত হারিয়েছেন, যা রাজ্য বিজেপির কাছে বড় ধাক্কা। দলের অভ্যন্তরে এই অপ্রত্যাশিত হারের কারণ ও রাজ্য নেতৃত্বের রণকৌশল নিয়ে প্রশ্ন উঠেছে।