জেডিইউ প্রার্থী আনন্দ সিংয়ের গ্রেপ্তারে বিজেপি সাংসদ ধর্মশীলা গুপ্তার প্রতিক্রিয়া

“অপরাধে জড়িতদের রেহাই নয়, সত্য শীঘ্রই প্রকাশ পাবে”— বললেন ধর্মশীলা গুপ্তা; তেজস্বী যাদবকেও কটাক্ষ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-02 11.14.29 AM

নিজস্ব সংবাদদাতা: বিহারের পাটনায় দুলারচন্দ যাদব হত্যাকাণ্ডে জেডিইউ-র মোকামা প্রার্থী আনন্দ সিংয়ের গ্রেপ্তার ঘিরে মুখ খুললেন বিজেপি রাজ্যসভা সাংসদ ধর্মশীলা গুপ্তা। তিনি বলেন, “শুরু থেকেই বিরোধী দলগুলো ডাকাতি, অপহরণ, অপরাধী তৈরি করে দুর্নীতি ও নারীর প্রতি অপরাধের আশ্রয় দিয়েছে। এই একই অপরাধীরাই এখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের এনডিএ সরকার—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে—কোনো অপরাধীকেই ছাড় দেবে না। তদন্ত চলছে, খুব শিগগিরই সত্য প্রকাশ পাবে।”

তেজস্বী যাদবের সাম্প্রতিক মন্তব্য নিয়েও তিনি তীব্র কটাক্ষ করেন। ধর্মশীলা গুপ্তা বলেন, “যিনি নিজেই অপরাধঘেরা রাজনীতির প্রতীক, যার আমলে লালু ও রাবড়ি জেল খেটেছেন পশুখাদ্য কেলেঙ্কারির মামলায়, শিলপি হত্যা মামলা ঘটেছে—তিনি আবার কী বলবেন? যখন অপহরণ শিল্প চলত, ট্রেনে মহিলাদের ধর্ষণ হতো, মেয়েরা রাস্তায় বেরোতে পারত না, ছাত্রদের চাকরির নামে জমি কেড়ে নেওয়া হতো—সেই সময়ের জন্য তিনি নিজের বিবেকের কাছে জবাব দিন।”