বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিজেপি সাংসদ বানসুরি স্বরাজ

“ভগবান রাম ও মা জঙ্কীর আশীর্বাদ সবার ওপর বর্ষিত হোক, জিএসটি সংস্কারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে”— মন্তব্য স্বরাজের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-02 9.58.20 PM

নিজস্ব সংবাদদাতা: বিজয়া দশমীর শুভক্ষণে বিজেপি সাংসদ বানসুরি স্বরাজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিজয়া দশমীর এই পবিত্র দিনে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভগবান শ্রী রাম ও মা জঙ্কীর আশীর্বাদ আমাদের সবার ওপর বর্ষিত হোক। সমগ্র দেশ আজ আনন্দ ও উৎসাহের সঙ্গে বিজয়া দশমী পালন করছে।”

তিনি আরও যোগ করেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই, কারণ জিএসটি সংস্কারের মাধ্যমে আমরা মুদ্রাস্ফীতিকে পরাজিত করতে সক্ষম হয়েছি।”