ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্ক্রাপসি কোড (সংশোধনী) বিল, ২০২৫ এর সিলেক্ট কমিটির চেয়ারম্যান হলেন বৈজয়ন্ত জয় পান্ডা !

বড় দায়িত্ব পেলেন বৈজয়ন্ত জয় পান্ডা।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডা (Baijayant Jay Panda)-কে আজ ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্ক্রাপসি কোড (সংশোধনী) বিল, ২০২৫ (Insolvency and Bankruptcy Code (Amendment) Bill 2025)-এর উপর গঠিত হওয়া সিলেক্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

G2LOt6bXMAAOnyH
KKK

এই কমিটিতে তাঁর নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্ক্রাপসি কোড (IBC) দেশের দেউলিয়াপনা  এবং ঋণ পরিশোধের কাঠামো নিয়ন্ত্রণ করে। এই সংশোধনী বিলটির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা ও বিশ্লেষণ করাই হবে এই কমিটির প্রধান কাজ।