/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় নড়েচড়ে বসল কেন্দ্র। এ বার নোটিস পাঠালেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন তিনি। স্পিকারের দফতর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট না পেলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।
শিলিগুড়িতে পৌঁছে কড়া বার্তা দিয়েছেন সংসদ বিষয়কমন্ত্রী কিরণ রিজিজু। তাঁর বক্তব্য, “আমাদের লোকসভার সাংসদের উপর ঘৃণ্য হামলা হয়েছে। নোটিস পাঠানো হয়েছে। রাজ্য যদি রিপোর্ট দিতে দেরি করে, তাহলে প্রিভিলেজ অ্যাকশন নেওয়া হবে। নিয়ম অনুযায়ী তদন্ত চলবে"। তিনি আরও বলেন, “এটা শুধু সাংসদ বা বিধায়কের নিরাপত্তার প্রশ্ন নয়, প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভারতে আইন আছে—কেউ আইন হাতে তুলে নিতে পারে না"।
উল্লেখ্য, সোমবার বিপর্যস্ত উত্তরবঙ্গের নাগরাকাটায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। বিক্ষোভের মুখে পড়ে তাঁদের উপর ইট, লাঠি, জুতো নিয়ে হামলা হয় বলে অভিযোগ। গুরুতর আহত হন খগেন মুর্মু। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন সাংসদ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/khagen-murmu-2025-10-07-18-57-51.png)
এই ঘটনায় বিজেপি নেতৃত্ব তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। তবে তৃণমূলের দাবি, ক্ষুব্ধ সাধারণ মানুষই বিক্ষোভ দেখিয়েছে।
বিজেপি সাংসদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us