অকথ্য ভাষায় কথা বলেছেন মহুয়া, দাবি এথিক্স কমিটির সদস্যের

গতকাল সমাজ পার্টির দানিশ আলি-সহ প্যানেলের বিরোধী সাংসদরা মহুয়া মৈত্রের সঙ্গে ওয়াকআউট করেন।

author-image
SWETA MITRA
New Update
mahuaa nag.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলসাংসদমহুয়ামৈত্র (Mahua Moitra) সম্পর্কে বড় দাবি করলেনবিজেপিসাংসদতথাসংসদীয়নৈতিকতাকমিটিরসদস্যঅপরাজিতাসারঙ্গি। তিনিবলেন, "মহুয়া মৈত্রঅত্যন্তঅহংকারী, অভদ্রআচরণকরেছেন।তিনিখুবতিক্তছিলেন।তিনিখুবরেগেছিলেন।কিভাবে রাগপ্রকাশকরতেহয়তাতিনিজানেননা।আরকারণেইতিনিঅসংসদীয়ভাষারআশ্রয়নিয়েছেন।চেয়ারম্যানকমিটিরঅন্যান্যসদস্যদেরজন্যতিনিযেশব্দগুলোব্যবহারকরেছেনতাজনসমক্ষেবলাযাবেনা।এবংসমস্তবিরোধীসদস্যযারানৈতিকতাপ্যানেলেরসদস্যছিলেনতারাওতাদেরমেজাজহারিয়েফেলেন।আরতারাচেয়ারেধাক্কামারে, টেবিলেধাক্কামারেএবংকমিটিরসদস্যআমাদেরসবাইকেঅপমানকরে।মাননীয়সাংসদদেরকাছথেকে, বিশেষকরেমহুয়ামৈত্রেরকাছথেকেএমনটাআশাকরাযায়নি।তারউচিতছিলশালীনআচরণকরা।অত্যধিকআগ্রাসন, অত্যধিকঅহংকারএবংঅত্যধিকঅভদ্রতাতারস্বাস্থ্যেরজন্যভালনয়।“