Lok Sabha Vote 2024: ২৮টা আসনেই BJP-র জয়!

২০২৪ সালে লোকসভা ভোট হওয়ার আগেই জয়ের ব্যাপারে আশাবাদী কর্ণাটকের বিজেপি বিধায়ক। ২৮টি সিট বিজেপি নিজের দখলে রাখতে পারবে, এমনটাই দাবি করছেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
BJP CHATTI.jpg

নিজস্ব সংবাদদাতা: আর কিছু মাস পরেই অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা ভোট। তার আগে কর্নাটকের বিজেপি বিধায়ক সিএন অশ্বনাথ নারায়ণ বললেন, 'আমরা আত্মবিশ্বাসী যে ২৮ টা সিট দখল করতে পারব কর্ণাটকে। শেষবার আমরা ২৫ +১- এ জিতেছিলাম যেখানে আমরা একটায় সমর্থন দিয়েছিলাম। এইবার আমরা ২৮ টি সিট দখলের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত'।