সুশান্ত সিং রাজপুত মামলায় নষ্ট করা হয়েছে প্রমান ! বড় দাবি করলেন বিজেপি নেতা

পাশাপাশি, দিশা সালিয়ান মামলার সঠিক তদন্ত হয়নি বলেও তিনি দাবি করেন।

author-image
Debjit Biswas
New Update
DISHA SALIAN

নিজস্ব সংবাদদাতা : আজ মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম অভিযোগ করেছেন যে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় উদ্ভব ঠাকরে সরকার ইচ্ছাকৃতভাবে গাফিলতি দেখিয়েছে এবং তদন্তে বাধা দিয়েছে। তিনি বলেন, "যখন পুরো দেশ আশায় ছিল যে সুশান্ত সিং রাজপুত মামলাটি সিবিআই-এর হাতে দেওয়া হোক, তখন উদ্ভব ঠাকরে সরকার ইচ্ছাকৃতভাবে এই তদন্তে ঢিলেমি দেখায়। বিহার পুলিশ যখন মুম্বাইতে তদন্তের জন্য এসেছিল, তখন তাদেরও বাধা দেওয়া হয়েছিল। কেন ? শুধুমাত্র উদ্ভব ঠাকরে সরকারের ঘনিষ্ঠদের রক্ষা করার জন্যই সমস্ত প্রমাণ নষ্ট করা হয়েছিল।"

uddhav1

এছাড়াও তিনি বলেন, "যদি সময় থাকতে উদ্ভব ঠাকরে সরকার সুশান্ত সিং রাজপুত মামলাটি সিবিআই-এর হাতে দিত, তাহলে তার পরিবার ন্যায়বিচার পেত। আজ যদি তারা বিচার না পায়, তার জন্য সম্পূর্ণ দায়ী উদ্ভব ঠাকরে সরকার।"