কেন চুপ প্রিয়াঙ্কা? নাবালিকা ধর্ষণ নিয়ে তোপ বিজেপির

কংগ্রেস শাসিত রাজ্যে পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নাবালিকা ধর্ষণের। কেন চুপ প্রিয়াঙ্কা গান্ধী? উঠলো প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
New Update
cong bjp.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দৌসায় পুলিশ কর্মীদের দ্বারা একটি নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কংগ্রেস শাসিত রাজ্যে এহেন ঘটনায় প্রশ্নের মুখে নারী সুরক্ষা। নির্বাচনী প্রেক্ষাপটে এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জাতীয় রাজনীতিতে। এবার প্রিয়াঙ্কা গান্ধীকে নিশানা বিজেপির। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ বলেছেন, "এটি দুঃখজনক এবং অবমাননাকর ঘটনা।  যেভাবে আইনশৃঙ্খলা চলছে তার সবচেয়ে বড় উদাহরণ।কেন? (কংগ্রেস মহাসচিব) প্রিয়াঙ্কা গান্ধী যিনি 'ম্যায় লডকি হু, লধ শক্তি হু' বলছেন এই বিষয়ে  চুপ?''